আজ, বৃহস্পতিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার শালিখার ইউএনও হলেন শ্রীপুরের আগের এসিল্যাণ্ড আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বাড়িতে মাগুরার নতুন ডিসি বিএনপির মাগুরা জেলা কমিটি বাতিল মাগুরায় সাংবাদিক আহমদ আলীকে কুপিয়ে জখম শ্রীপুরে বিভিন্ন দুরারোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ  মহম্মদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও চাঁদাবাজির অভিযোগ মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত

মাগুরায় উদ্বিগ্ন জন সাধারণ: আরো এক কিশোরকে গলাকেটে হত্যার চেষ্টা

মাগুরা প্রতিদিন ডটকম : পরপর দুটি গলাকাটা লাশ উদ্ধারের পর এবার মাগুরায় একটি মাদরাসায় ঘুমিয়ে থাকা শিক্ষার্থিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা চালানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা। ঘটনাটি সদর উপজেলার বাগবাড়িয়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসায়।

গত সোমবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার পাড়ুয়ার কুল গ্রামে ইমন নামে মাগুরা টেকনিক্যাল কলেজের এক শিক্ষার্থি এবং পরদিন সদর উপজেলার কুকিলা গ্রামে আল আমিন নামে অপর এক কিশোরকে গলাকেটে হত্যা করা হয়। ওই দুটি ঘটনার দুইদিন পরই নতুন করে হাবিবুল্লাহ নামে মাদরাসা শিক্ষার্থি উপর একই রকম হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে দারুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসা সংশ্লিষ্টরা জানান, মাদরাসাটিতে ৬০ জন আবাসিক শিক্ষার্থি কোরআন শিক্ষা গ্রহণ করে। যারা লেখাপড়া এবং রাতের খাবার গ্রহণের পর মাদরাসার ভিতরেই রাত্রিযাপিন করে থাকে। বৃহস্পতিবার রাতে আল আমিন, মোহাম্মদ আলি, সোয়াইব, হাবিবুল্লাহ এবং আবদুল আজিজ নামে এই ৫ শিক্ষার্থি রাতের খাবার শেষে মাদরাসা সংলগ্ন মসজিদের খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত ৩টার দিকে এদের মধ্যে হাবিবুল্লাহ (১৫) নামে এক শিক্ষার্থির চিৎকারে অন্য চার শিক্ষার্থি ঘুম ভেঙ্গে দেখে তাদেরকেও অন্ধকারে কেউ শক্ত করে ধরে আছে। এ সময় আতঙ্কিত শিক্ষার্থিদের চিৎকারে মসজিদ ও মাদরাসার ভিতর থেকে অন্য শিক্ষার্থিরা বেরিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে শিক্ষার্থি হাবিবুল্লাহর ঘাড়ে-মুখে রক্ত দেখতে পেয়ে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের দায়িত্বরত চিকত্সক সফিউর রহমান বলেন, ছেলেটির ঘাড়ে ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মুখেও আঘাত লেগেছে। তবে ঘাড়ের আঘাতটি গভীর হলে বড় রকমের ক্ষতির সম্ভাবনা ছিল। কিন্তু সেটি না হওয়ায় বর্তমানে সে আশঙ্কামুক্ত।

বাগবাড়িয়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওয়ায়েজ আসমত বলেন, রাতের বেলা মসজিদে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো থাকে। কিন্তু ঘটনার সময় সেখানকার বাল্বগুলো বন্ধ করে শিক্ষার্থিদের উপর হামলা চালানো হয়েছে। যে কারণে কোন শিক্ষার্থিই অন্ধকারে হামলাকারীকে দেখতে পায়নি।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ইতোমধ্যেই মাদরাসার পাশে একটি পাটক্ষেত থেকে হামলায় ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা গেছে। পুরণো কোন বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। তবে আশা করছি খুব শিগগিরই এই হামলার সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology