মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলা আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের ফাইনালে জগদল ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জগদল ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিকালে তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার শুরুতে উভয় দল আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। প্রথমার্ধের ২৫ মিনিটে জগদল ইউনিয়ন ফুটবল একাদশের চৌকশ খেলোয়াড় দিলহাজ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যায়। নির্ধারিত খেলা শেষে উভয় দল আর কোন গোল করতে সক্ষম হয়নি।
খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া অফিসার অনামিকা দাস, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজি মকবুল হোসেন ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজি সঞ্জয় জামান বিপু উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে জগদল ইউনিয়ন ফুটবল দলের দিলহাজ, সেরা গোলদাতা বেরইল দলের সৌরভ, সেরা উদীয়মান খেলোয়াড় বেরইল দলের তুহিন ও ম্যান অব দা টুর্ণামেন্ট জগদল দলের অরূপ নির্বাচিত হয়েছেন।
মাগুরার সদর উপজেলার ৩টি ভেন্যুতে উপজেলার ১৩ টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়। গত ৭ সেপ্টেম্বর রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।