মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ফাইজারের কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
মাগুরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মাগুরা জেলা সদরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা টেকনিক্যাল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, শ্রীপুর উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় এবং শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ এই ৬টি কেন্দ্রে থেকে মোট ১১ হাজার ১৪ জন শিক্ষার্থির মধ্যে দেয়া হবে এসব টিকা।
সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, সব কেন্দ্র গুলোতেই টিকা নিতে আগ্রহিদের ভিড় দেখা গেছে। উত্সাহ নিয়েই তারা উপস্থিত হয়েছেন কেন্দ্রগুলোতে। স্বাস্থ্য বিভাগের লক্ষ্য একদিনেই সকল পরীক্ষার্থিকে টিকার আওতায় আনা।