মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার ৪টি উপজেলার একটিতে আওয়ামীলীগ এবং বাকি তিনটিতে আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থিরা নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থি আবু নাসির বাবলু ৬০ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থি অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা পেয়েছেন ২৬ হাজার ৪৫৯ ভোট।
অন্যদিকে শালিখা উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থি অ্যাডভোকেট কামাল হোসেন ৩৬ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থি অ্যাডভোকেট শ্যামল কুমার দে পেয়েছেন ৩১ হাজার ৩১২।
মহম্মদপুর উপজেলায় ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থি আবু আবদুল্লাহেল কাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থি অ্যাডভোকেট আবদুল মান্নান পেয়েছেন ৩১ হাজার ৫৩০ ভোট।
এছাড়া জেলার শ্রীপুর উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থি মাহমুদুল গণি শাহিন ৩৯ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থি পঙ্কজ কুমার সাহা পেয়েছেন ২৪ হাজার ৭৭৪।