মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় একদিনে সর্বোচ্চ ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে মাগুরা জেলায় মোট ১৬৬ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজন মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ৫২ জন।
আক্রান্তদের মধ্যে রয়েছে ডিবিসি নিউজের মাগুরা প্রতিনিধি এড. বাণিব্রত কুণ্ডু, তার বাবা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, মাগুরা সদর উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিসের চালক।
জেলায় নতুন আক্রান্তদের মধ্যে পৌর এলাকার ১৬ জন। বাকি ৫ জন সদর, শ্রীপুর এবং মহম্মদপুর উপজেলার।
পৌর এলাকায় নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে তাঁতিপাড়ায় ৩ জন, নিজনান্দুয়ালীতে ২ জন, পারনান্দুয়ালীতে ৪ জন, আদর্শপাড়ায় ২ জন এবং কাউন্সিল পাড়া, কলেজপাড়া, জেলাপাড়া, পুলিশ লাইন পাড়া এবং ফায়ারসার্ভিসের একজন করে রয়েছেন।
সদর উপজেলার নড়িহাটি, ধলহরা এবং মৃগিডাঙ্গায় ১ জন করে শনাক্ত হয়েছে।
এছাড়া মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে একজন শনাক্ত হয়েছে।
মারা গেছেন শ্রীপুরের মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মোট শনাক্ত ১৬৬ জনের জন্যে ৪ জন মারা যাওয়ার পাশাপাশি ৫২ জন সুস্থ্য হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ১০৬ জন হোম আইসোলেশন আছেন।