মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার একদিনে ৩৩ জন করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে। এটি মাগুরায় একদিনে সনাক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যা। শতকরা হিসেবে যা ৫৯ শতাংশ। সংক্রমণের এই হার বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার মাগুরা থেকে সংগৃহিত মোট ১২৩ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্যে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একই দিনে প্রাপ্ত ৫৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৩৩ জন করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছে। শতকরা হিসেবে যা ৫৯ শতাংশ।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, এর আগে সংক্রমণের হার ৭৫ শতাংশ পর্যন্ত উঠলেও মাগুরায় পজিটিভ হিসেবে চিহ্নিত রোগীর সংখ্যা একদিনে এটিই সর্বোচ্চ।
সংক্রমণের এই হারে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, জেলায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুব কম। যেটি খুবই উদ্বেগজনক। এ অবস্থায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, মাগুরায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৭২ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৪৩ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছে। এছাড়া হাসপাতালে চিকিত্সা নিচ্ছে ১৪ জন। হোম আইসোলেশনে আছেন ১৮৯ জন। এছাড়া বাকি ২৬ জন মারা গেছেন।