মাগুরা প্রতিদিন ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ৭ টায় জাসদের কেন্দ্রিয় সদস্য জাহিদ আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদের নেতা-কর্মীরা শহরের নোমানি ময়দানে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা জাসদ সভাপতি সৈয়দ ওহিদুর রহমান ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে শহরে একটি র্যালি বের করা হয়।