মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় একুশের প্রথম প্রহরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় এ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সর্বস্তরের মানুষের ঢল নামে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দ ী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারটিতে।