মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শেখ রাসেল প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট জিতে নিলো ভায়না ক্রিকেট একাডেমি।
মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা স্কাইহার্ট ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
এর আগে সকালে ব্যাট করতে নেমে ভায়না ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে খেলতে নেমে স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ১৯.২ বল খেলে ১২৭ রান করে। ভায়না ক্রিকেট একাডেমির পক্ষে আসলাম ৪৭ বল খেলে সব্বোর্চ ৬০ রান সংগ্রহ করে।
গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্ণামেন্টে জেলার ৪টি দল অংশ নেয়। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, ক্রিকেটার আরাফাত সানি, ফরহাদ রেজা, অপু সহ বেশকিছু খেলোয়াড় এতে অংশ নেন।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভায়না ক্রিকেট একাডেমির খেলোয়াড় ইমরুল কায়েস (জাতীয় দলের খেলোয়ার)। এছাড়া একই দলের খেলোয়াড় আসলাম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়।
এছাড়া টুর্ণামেন্টে ৮ টি উইকেট নিয়ে সেরা বলার ম্যান হাবিবুল্লাহ, বেষ্ট ব্যাটসম্যান আসলাম ও আরাফত সানী (জাতীয় দলের খেলোয়ার) পুরস্কার লাভ করে ।
জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।