মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঐশ্বর্য এগ্রো ফুডস লিমিটেডের যাত্রা শুরু হলো। শুক্রবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।
ঐশ্বর্য এগ্রো ফুডস লিমিটেডের মিলের ব্যবস্থাপনা পরিচালক মীর শহীদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা পরিষদ সাবেক প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক রানা আমীর ওসমান রানা প্রমুখ।
বর্তমানে ঐশ্বর্য এগ্রো ফুডস লিমিটেডের এই কারখানাটিতে আটা, ময়দা ও ভুসি উত্পাদন করা হবে যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের বিভিন্ন জেলাতেও রপ্তানি হবে উদ্যোক্তারা জানিয়েছেন।