মাগুরা সদর হাসপাতাল এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, নোয়াখালির বেগমগঞ্জের ডাক্তার মাহাবুবুর রহমানের স্ত্রী মৌসুমি আকতার সন্তানের জন্ম দিতে কয়েক মাস আগে মাগুরা শহরের দোয়ারপাড়ায় বাবার বাড়িতে আসেন। গত ১ জুলাই তারিখে বাবা প্রকৌশলী আবু তাহের এবং মৌসুমি দু;জনই করোনা টেস্টে পজিটিভ বলে শনাক্ত হয়। কিন্তু ৭ মাসের অন্ত:সত্ত্বা মৌসুমি আকতারের শারীরিক অবস্থা নাজুক হওয়ায় ৩ জুলাই তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় সোমবার ভোরে মারা যায় মৌসুমি আকতার। এ ঘটনার পর সোমবার মৌসুমি আকতারের স্বামী মাহাবুবুর রহমান মৃত স্ত্রীকে নিয়ে দাফনের জন্যে নোয়াখালিতে ফিরে যান।
এদিকে সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে কান্দা বাঁশকোটা গ্রামের দরিদ্র কৃষক দবির হোসেন (৬৫) মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এই নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন।