মাগুরা প্রতিদিন ডটকম : রবিবার মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শেখ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, জামির হোসেন, জিয়াউদ্দিন মৃধা, সোহরাব হোসেন সবুজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ অসহায় ৫০ টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শাড়ী লুঙ্গি বিতরণ করেন।