মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা আক্রান্ত রোগীর সংখা ২০০ ছাড়িয়েছে। জেলায় সোমবার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক, একজন স্বাস্থ্যকর্মীসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা হলো ২১১ জন। যার মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছে ১১১ জন। মারা গেছেন ৭ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, সোমবার জেলায় নতুন করে ২০ করোনা রোগী সনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন ৭ জন সহ মোট সুস্থ হয়েছে ১১১ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৮৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ৭ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।
মাগুরা সদর ৪ জন, শ্রীপুর ২জন ও শালিখা উপজেলায় ১ জন মারা গেছেন বলে তিনি জানান।