মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা রোগীদের হাসপাতালে আনা নেয়ার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি অত্যাধুনিক এম্বুলেন্স প্রদান করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব এর পক্ষে মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বৃহস্পতিবার মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে এম্বুলেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র বুঝে দেন।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, এম্বুলেন্সটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত। জেলার করোনা আক্রান্ত রোগীরা ২৪ ঘন্টা বিনামূল্যে এই এম্বুলেন্সটির সেবা নিতে পারবেন।