মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা সচেতনা বৃদ্ধিতে জেলা আওয়ামী যুবলীগ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার তারা সড়কে চলাচলরত সাধারণ মানুষের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণতো করছেই। পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করে ঘর থেকে বেরিয়েছেন তাদেরকে এক প্যাকেট করে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট উপহার দেয়া হচ্ছে।
শনিবার জেলা আওয়ামী যুবলীগের বেশ কয়েকটি ইউনিট শহরের চৌরঙ্গীমোড় সহ বিভিন্ন পয়েন্টে এসব কার্যক্রম চালায়।
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান, মাগুরাসহ সারাদেশে করোনা প্রাদূর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প আর কিছুই নেই। যে কারণে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিশ্চিতকরণে যুবলীগ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ এটি। নিজস্ব অর্থায়নেই যুবলীগের কর্মীরা সারা জেলাতে এরকম আরও অনেক কাজ করছে।