মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার রাতে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে পৌর এলাকার ৯টি ওয়াডে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১টি করে সাবান।
চারশতাধিক পরিবারের মধ্যে যুবদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয় বলে তারা জানিয়েছেন।