মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রোববার মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অনিক শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার শিবরামপুর গ্রামের জিবলুর রহমানের ছেলে। দূর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে অনিক সদর উপজেলার শত্রুজিতপুর কলেজ থেকে স্ত্রী সুমাইয়াকে নিয়ে মটর সাইকেলে করে গ্রামের বাড়ি শিবরামপুরে ফিরছিলেন। পথে মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি তেলবাহি ট্রাকলরির সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। একই সময়ে অপর একটি মটর সাইকেল এবং একটি পিকআপ গাড়ির সঙ্গেও লরিটির ধাক্কা লাগে। এতে অনিক শেখ , সুমাইয়া, স্বপন ও সুজন গুরুতর আহত হয়। ঘটনার পরই তাদের মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অনিক শেখের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকলরি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।