মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর, শ্রীপুর, শালিখা এবং মহম্মদপুর এই ৪টি উপজেলা। বিগত নির্বাচনে সব কটি উপজেলাতেই বিএনপি প্রার্থিরা নির্বাচিত হলেও এবারের নির্বাচনকে সামনে রেখে তাদের কোনই তত্পরতা দেখা যাচ্ছেনা। তবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সিরাজ সুজা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতোমধ্যেই জনসংযোগ শুরু করেছেন। অন্যদিকে আওয়ামীলীগের অনেকেই সাংবাদিক সম্মেলন, পোস্টার, ফেস্টুন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন। তবে কোন উপজেলায় কে হচ্ছেন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থি তা নিয়ে উত্সুক মানুষের মাঝে জল্পনা-কল্পনার শেষ নেই।
২০১৪ সনে মাগুরায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থি হিসেবে সাবেক দুই উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু এবং রোস্তম আলি এবারও দলের কাছে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। তবে নতুনদের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহমান খোকন এবং জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সহ-সম্পাদক জাহিদুর রেজা চন্দন পোস্টার তৈরি করে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন। অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক অ্যাড. শাখারুল ইসলাম শাকিল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান এবং সহ-দপ্তর সম্পাদক আবদুল মান্নানের নাম শোনা গেছে।
এ উপজেলায় প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এনামুল হক হিরক, যুবলীগ কর্মী রেজোয়ান সায়েদিন লিজু, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল দত্ত, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পঙ্কজ সাহাসহ আরও কেউ কেউ।
মাগুরার শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেশ আলোচনায় রয়েছেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। অন্যদের মধ্যে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাড. রাশেদ মাহমুদ শাহিন এবং নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।
শ্রীপুর উপজেলায় গত নির্বাচনে বিএনপির বদরুল আলম হিরো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
শালিখা উপজলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থির নাম জোরেসোরে শোনা যাচ্ছে। আলোচিত প্রার্থিরা হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার দে, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুনডু।
শালিখা উপজেলায় গতবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন টুকু।
জেলার মহম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে এক ডজনের বেশি প্রার্থির নাম শোনা গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, অ্যাড. তরিকুল ইসলাম তারা, ক্রীড়া সংগঠক শেখ ফরিদুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি কেএম ফারুকুজ্জামান, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, আবদুল্লাহ হেল কাফি, অ্যাড. রবিউল ইসলাম রিংকু, ছাত্রলীগ নেতা নয়নুজ্জামান সুজন, তরুণ ব্যবসায়ী গোলাম খোরশেদ শুভ্র, আশরাফুজ্জামান হিসাম, মফিজুর রহমান মিনহা।
মহম্মদপুর উপজেলায় গত নির্বাচনে বিএনপি প্রার্থি জাহাঙ্গীর আলম খান বাচ্চু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।