মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গোয়ালবাথান প্রেসিডেন্সি কলেজে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কারিগরি শিক্ষার গুরুত্ব’ বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে গোয়ালবাথান প্রেসিডেন্সি ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ চত্ত¡রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি এবং প্রধান আলোচক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
টেকনোলজি কলেজটির প্রধান নির্বাহী শেখ নবীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের মানুষকে সম্পদে পরিণত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতোমধ্যেই আমরা যার সুফল পেতে শুরু করেছি। দেশে কারিগরি শিক্ষার হার বেড়েছে অনেক।
প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেন শিকদার বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা এখন সময়ের দাবী। এটির উদ্দেশ্যই হচ্ছে, হাতে কলমে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশকে সমৃদ্ধ করা। একারণে বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন।
আলোচনা সভা শেষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কারিগরি শিক্ষার গুরুত্ব’ বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।