মাগুরা প্রতিদিন ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে।
সোমবার মাগুরায় সরকার ঘোষিত লক ডাউনের কারণে শহরে লোক সমাগম কম দেখা গেছে। অধিকাংশ দোকান পাটও বন্ধ থাকলেও অনেকেই প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা চালানোর চেষ্টা করেছে। অন্যদিকে মাগুরার উপর দিয়ে বেলা সাড়ে ১১টার পরও ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার যাত্রি পরিবহন চলাচল করতে দেখা গেছে।
তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা গেছে।
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করার অপরাধে অনেককেই জরিমানা করা হয়েছে। পাশাপাশি খুলে রাখা ব্যবসা প্রতিষ্ঠানেও জরিমানা করা হয়েছে।