মাগুরা প্রতিদিন ডটকম : চোরাই ৮টি ইজিবাইকসহ আন্ত:জেলা চক্রের ৪ সদস্যকে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। আটককৃত হচ্ছে মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের হাশেম জোয়ারদারের ছেলে ইমরান জোয়ার্দ্দার, তেছেম আলির ছেলে হাশেম আলী, নহাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকিদুল ইসলাম এবং দায়েরপোল গ্রামের সদরউদ্দিন বিশ্বাসের ছেলে লিটন।
পুলিশ জানায়, সম্প্রতি মাগুরাসহ পার্শ্ববর্তি বিভিন্ন এলাকায় ইজিবাইক চোর চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় মাগুরা পুলিশ বিষয়টির উপর তদন্ত শুরু করে। যার ধারাবাহিকতায় শ্রীপুর থানা পুলিশ হাট শ্রীকোল গ্রামের ইমরান জোয়ারদারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার মাগুরা সদর, শ্রীপুর উপজেলা এবং ঝিনাইদহ ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, আটককৃতদের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।