মাগুরা প্রতিদিন ডটকম : চ্যানেল আই এর ১৯ বছর পূর্তি উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা প্রেসক্লাব এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ডা. কাজী তাসুকুজ্জামানের সভাপতিত্বে এবং কবি সাগর জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু।
স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শামিম আহমেদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরেণ্য চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।