মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলা শহরের ৩ শত ৩০ জন শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সকালে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার চত্ত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসনে মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।