মাগুরা প্রতিদিন ডটকম : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার কবর জিয়ারত, স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে মাগুরা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, জেলা জাসদ, মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জানানো হয়। পরে শহরে একটি বিশাল শোকর্যালি বের করা হয়।
র্যালি শেষে মাগুরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় স্মরণ সভা।
মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা আছাদুজ্জামানের পুত্র স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আফম আবদুল ফাত্তাহ, মুন্সী রেজাউল ইসলাম, আবু নাসির বাবলু, বাসুদেব কুণ্ডু, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট সমাজসেবক জাহিদুল আলম, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল,
সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম ভুইয়া, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন মাকুল, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ মেহেদি হাসান সালাউদ্দিনসহ অনেকে।
পরে প্রয়াত নেতার উদ্দেশ্যে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাগুরা কালেক্টরেট মসজিদের ইমাম আমিরুল ইসলাম।
উল্লেখ, প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আছাদুজ্জামান ১৯৯৩ সনের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেণ।