মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, লিগ্যাল এইড মেলা, ডকুমেন্টারি ড্রামা প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৯টায় বেলুন এবং শান্তির কপোত উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জজকোর্ট প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দিবসের তাত্পর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।