মাগুরা প্রতিদিন ডটকম : “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ স্লোগান নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রালী শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে কালেক্টরেট চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (উপসচিব) আক্তারুন্নাহার।
সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও মাগুরা মহিলা বিষয়ক অধিধপ্তরের প্রশিক্ষণার্থী বাবলী লিজা প্রমুখ।
সভায় কন্যা শিশুর ভবিষ্যত্ নিয়ে আলোকপাত করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।