মাগুরা প্রতিদিন ডটকম : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাগুরা শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের নোমানী ময়দান থেকে একটি বিশাল শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আব্দুল ওয়াহ্হাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, আফম আবদুল ফাত্তাহ, এড. সৈয়দ শরিফুল ইসলাম, আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কামাল হোসেন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাকি ইমাম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. শাহিনা আকতার ডেইলি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড. রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাহউদ্দিন, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ আরো অনেকে বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে এক হয়ে কাজ করার আহবান জানান।