নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা জাসদ শনিবার মাগুরা শহর এবং শ্রীপুরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
সকাল ১০ টায় কলেজ পাড়াস্থ জাসদ কার্যালয় থেকে র্যালি বের হয়ে ভায়না মোড়-ঢাকা রোড, সৈয়দ আতর আলী সড়ক ধরে কেশবমোড়ে হয়ে নতুন বাজারে গিয়ে এই র্যালি শেষ হয়।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জাসদের র্যালি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। র্যালির অগ্রভাবে জাসদের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা বহন করে। দলের নারী কর্মীরা একই রঙের শাড়ি পরে র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিতে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়া, জঙ্গীবাদ মুক্ত এবং সুশাসনের বাংলাদেশ গড়ার শ্লোগান দেন।
র্যালিতে মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, অ্যাডভোকেট লুত্ফর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, নারী জোট নেত্রী সমাপ্তি বিশ্বাস, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাহিনুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
একইভাবে সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা জাসদ অফিসের সামনে থেকে শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি জিন্নাতুল নূর, সাধারণ সম্পাদক নূরুল আমীনের নেতৃত্বে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে জাসদ আত্মপ্রকাশ করে।
জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা শহরে জাসদের পক্ষ থেকে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলমের শুভেচ্ছা বাণী সম্বলিত ফেস্টুন টানানো হয়, একই সাথে বিভিন্ন স্থানে জাসদের বিভিন্ন দাবি জানিয়ে দেওয়াল লিখন করা হয়েছে।
এ ছাড়া ফেসুবক, টুইটারে মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে বিভিন্ন প্রচার চালানো হয়।