আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৫


মাগুরায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থিদের সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ

মাগুরা প্রতিদিন ডটকম : এ বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মাগুরার শিক্ষার্থিদের সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রলীগ।

রবিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক হাবিবুল হাসান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদের সাবেক প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলামসহ আরো অনেকে।

মাগুরায় এ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৩৭ জন শিক্ষার্থি জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর মধ্যে নিবন্ধিত ৩৯০জন সংবর্ধনা গ্রহণ করে।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology