মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাংলাদেশ কৃষকলীগ মাগুরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
মাগুরা জেলা কৃষকলীগের সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি মাকসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম
পান্নু, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
সভায় মাগুরা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহবান জানানো হয়।
বর্ধিত সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু।