মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে রবিবার রাতে মাগুরা সদর থানা পুলিশ আটক করেছে। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সবুজ পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখকে ফাকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। নাশকতা সৃষ্টির লক্ষ্যে রবিবার রাতে সে ভায়নার মোড় এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সবুজ পুলিশের তালিকাভূক্ত একজন চিহ্নিত সন্ত্রাসি। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। সেসব অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।