মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরায় শুরু হয়েছে জেলা দাবা লীগ-২০২১।
রবিবার দুপুর ১২ টায় মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। লীগের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, দাবা-উপ কমিটির আহ্বায়ক এড. শাখারুল ইসলাম শাকিল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রানা আমির ওসমান উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপী এবারের দাবা লীগে জেলার মোট ১২টি দল অংশ নিচ্ছে।
৫ অক্টোবর দাবা লীগের সমাপনি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানিয়েছেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন।