মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি বিভাগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ১২ টি দল অংশগ্রহণ করে।
শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চা উৎসাহিত করতে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে মাগুরায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শালিখার আড়াপাড়া মডেল, মাধ্যমিকে শালিখার সিংড়ার সরস্বতী শিকদার গার্লস স্কুল ও কলেজ পর্যায়ে শ্রীপুর সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে।
এ সকল শিল্পীরা আগামী ৫ মার্চ খুলনায় বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা শিক্ষা অফিসার রণজিত কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।