মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় টিসিবির স্বল্পমূল্যের সয়াবিন তেল উত্তোল করে দোকানে বিক্রির অভিযোগে সোহরাব হোসেন এবং মাহমুদুর রহমান নামে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় শহরের স্টেডিয়ামে গেটে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রয় করা হচ্ছিল। এ সময় স্টেডিয়াম গেটের মুদি ব্যবসায়ী সোহাগ স্টোরের মালিক সোহরাব হোসেন ৫০ লিটার সয়াবিন তেল উত্তোলন করে নিজের দোকানে বিক্রির পাশাপাশি প্রতিবেশি দোকানদার মাহমুদ হোসেনের ঘরে মজুদ করে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান দোকান দুটিতে তল্লাশি চালিয়ে মজুদ তেল উদ্ধার করেন। এ সময় সোহরাব হোসেনকে ১০ হাজার এবং মাহমুদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, টিসিবির পণ্য দরিদ্র মানুষের জন্যে। দেশের ক্রান্তিকালে দরিদ্র মানুষের পাশে বিত্তশালিদের সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া উচিত। অথচ তারা দরিদ্রদের অধিকার থেকে বঞ্চিত করে মুনাফা লাভের চেষ্টা করছিলেন। এটি অপরাধ। যে কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।