মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস, আল আরাফাহ ইসলামি ব্যাংকের মাগুরা শাখার সাবেক ব্যবস্থাপক শরিফুল ইসলাম এবং একজন নার্স সহ আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে ৮ জন মাগুরা পৌর এলাকা এবং বাকি ২ জন শালিখা ও শ্রীপুর উপজেলায়।
বুধবার পর্যন্ত জেলায় মোট ৮২ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ্য হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ৩৮ জন হোম আইসোলেশন ও ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। এছাড়া মাগুরা সদর ও শ্রীপুরে ২ জন চিকিৎসাধিন অবস্থান মারা গেছেন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা নতুন ১০ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।