মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার শীতার্ত দরিদ্র নারীদের মধ্যে জাসদের সহযোগী সংগঠন জেলা নারী জোটের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
সকালে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে নারী জোট মাগুরা জেলা শাখার আহবায়ক এ্যাডঃ আমেনা খাতুন লাবণীর নেতৃত্বে শতাধিক দরিদ্র নারির মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, বিশিষ্ট সমাজসেবক এ্যাড. আলী আকবর দুখু, মাগুরা জেলা জাসদের সহ-সভাপতি বিমল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান ফিরোজ, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।