মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার মকর্দমখোলা গ্রামের বাক-প্রতিবন্ধী মেয়ের ধর্ষকের দ্রুতবিচার ও নির্যাতিত মেয়েটির পরিবারকে হুমকির প্রতিবাদে সোমবার মাগুরা শহরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দরিদ্র দুরিকরণ, সঞ্চয় ও ঋণদান সমিতি মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে। এতে সংগঠনটির নেতা-কর্মীদের পাশাপাশি নির্যাতিত মেয়েটির গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি জেলা শহরের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্ষক শ্রীপুরের মকর্দমখোলা গ্রামের কাওসার লস্করের ছেলে সোহান লস্করের পরিবার পক্ষ নির্যাতিত মেয়েটির পরিবারকে নানা রকম হুমকি দিয়ে আসছে। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে তারা বক্তব্য রাখেন। পাশাপাশি তারা ধর্ষণের শিকার মেয়েটির গর্ভে জন্ম নেয়া সন্তানটির পিতৃত্বের পরিচয় দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
গত ৩১ জানুয়ারী ২০১৮ তারিখে লম্পট সোহান লস্কদের মেয়েটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় আদালতে মামলা করেন ধর্ষিতার বাবা ফজলু শেখ। একই বছরের ৩১ অক্টোবর মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়।