আজ, বুধবার | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের উদ্বোধন যুক্তরাষ্ট্রে ক্রিকেট দল পেলেন সাকিব মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে বিপ্লব নামে এক জনের মৃত্যু নাকোলে চালের মধ্যে লুকানো ৭ কেজি গাঁজা উদ্ধার শালিখায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ শ্রীপুরের গোয়ালপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু মাগুরার সাবেক এমপির স্ত্রী সীমা রহমানের গাড়ি বাড়ি ব্যাংক জব্দের নির্দেশ মাগুরা হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে যাওয়া স্বামী শামীম শেখ গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-০১ আসনে প্রার্থী হচ্ছেন কারা? মাগুরায় প্রাইভেট কারের ধাক্কায় কৃষকের মৃত্যু

মাগুরায় নতুন করে ৫ জন করোনা শনাক্ত ।। একজনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় একজন আইনজীবী ও একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৫ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় রোববার রাতে এক তরুণের মৃত্যু হয়েছে।

এই নিয়ে মাগুরায় মোট ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলা সদরের পূর্ব পাড়ার ২২ বছর বয়স্ক ওই তরুণ গত ২৮ মে তারিখে বিষপান করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ৩০ মে তারিখে মাগুরা সদর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার দুয়েকদিন পর নতুন করে অসুস্থ্য হয়ে পড়লে গত ৫ জুন তারিখে তাকে আবার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তি হয়। এ সময় তার শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু রোববার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় ওই তরুণ করোনা পজিটিভ ছিল।

এদিকে শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সাধারণ ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যান। তিনিও করোনা পজিটিভ ছিলেন বলে নমুনা পরীক্ষা থেকে সোমবার জানা গেছে।

মৃত্যুর আগে শনিবার সকালে তিনি করোনা উপসর্গ গোপন করে বুকের ব্যথার কথা বলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। কিন্তু দুপুরেই তার মৃত্যু হয়। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মুন্সি পাড়ায়।

মৃত্যুর পর হাসপাতাল থেকে স্টোক করে মারা গেছেন এমন সনদ নিয়ে পরিবারের পক্ষ থেকে ওই ব্যক্তির নামাজে জানাজা ও লাশ দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology