মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় একজন আইনজীবী ও একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৫ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় রোববার রাতে এক তরুণের মৃত্যু হয়েছে।
এই নিয়ে মাগুরায় মোট ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।
মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলা সদরের পূর্ব পাড়ার ২২ বছর বয়স্ক ওই তরুণ গত ২৮ মে তারিখে বিষপান করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ৩০ মে তারিখে মাগুরা সদর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার দুয়েকদিন পর নতুন করে অসুস্থ্য হয়ে পড়লে গত ৫ জুন তারিখে তাকে আবার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তি হয়। এ সময় তার শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু রোববার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় ওই তরুণ করোনা পজিটিভ ছিল।
এদিকে শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সাধারণ ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যান। তিনিও করোনা পজিটিভ ছিলেন বলে নমুনা পরীক্ষা থেকে সোমবার জানা গেছে।
মৃত্যুর আগে শনিবার সকালে তিনি করোনা উপসর্গ গোপন করে বুকের ব্যথার কথা বলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। কিন্তু দুপুরেই তার মৃত্যু হয়। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মুন্সি পাড়ায়।
মৃত্যুর পর হাসপাতাল থেকে স্টোক করে মারা গেছেন এমন সনদ নিয়ে পরিবারের পক্ষ থেকে ওই ব্যক্তির নামাজে জানাজা ও লাশ দাফন করা হয়।