মাগুরা প্রতিদিন ডটকম : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় সকাল থেকে নানা কর্মসুচি পালিত হয়েছে।
মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
সকালে শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।