মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অঙ্গ সংগঠন জাতীয় নারী জোটের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের দোয়ারপাড়ায় জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাগুরায় নারী জোটের কমিটি গঠনকে সামনে রেখে প্রধান অতিথি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জাসদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা জেলা জাতীয় আইনজীবী পরিষদের আহ্বায়ক এড আমেনা খাতুন লাবনী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।