মাগুরা প্রতিদিন ডটকম : বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টি ফোরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার মাগুরায় র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাব চত্ত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খানের সভাপতিত্বে এবং কবি সাগর জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান, অ্যাড. মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, নিউজ টুয়েন্টি ফোরের মাগুরা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধান অতিথি।