মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় সোমবার শহরের হার্ডওয়ার ও রড সিমেন্টসহ বিভিন্ন প্রকারের ৭টি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের ভায়নার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনসহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল, ক্লিনিক, ওষুধের দোকান ব্যতিত সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ নানা ভাবে প্রচার চালানো হচ্ছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।