মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার কামারখালিতে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী যুব সমাবেশ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ‘পরিবর্তনে আমরাই’ নামের স্বেচ্ছাসেবী সংস্থা এটির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ নেতা মানবাধিকার ব্যক্তিত্ব এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভিন, প্রেসক্লাব সম্পাদক শামীম আহমেদ, আয়োজক সংস্থার পরিচালক নাহিদুর রহমান দুর্জয়।
সমাবেশে শতাধিক ইয়ুথ লিডার মাদকবিরোধী শপথ নেন।