মাগুরা প্রতিদিন ডটকম : সড়ক নিরাপদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার মাগুরা জেলা ছাত্রলীগ শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে জীবানুনাশক স্প্রে করে।
দুপুরে শহরের কলেজ রোডে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনে জীবানুনাশক স্প্রে করে।