মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার দুপুরে এক যুবককে কুপিয়ে এবং পিস্তল দেখিয়ে ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সে মাগুরা শহরের মীরপাড়ার আলেক হোসেনের ছেলে মাসুদ মীর (২৬)।
সংশ্লিষ্টরা জানান, রবিবার দুপুর ৩টার দিকে মাসুদ মাগুরা শহর থেকে একটি অটো টেম্পুতে করে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে রামনগর হয়ে হাজরাতলা এলাকায় পৌঁছলে মটর সাইকেল আরোহি তিন দূর্বৃত্ত অটোটেম্পু ঠেকিয়ে তাকে কুপিয়ে জখমের পাশাপাশি পিস্তল দেখিয়ে তার সঙ্গে থাকা ৮৫ হাজার টাকা ছিনতাই করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও তারা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ঘটনার বিষয়ে একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।