মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাসা-বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ে জড়িত ৬ জনকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের ম্যাটারনিটি পাড়ার লাল শেখের ছেলে সাজ্জাদ হোসেন, দরিমাগুরার ইলিয়াস মুন্সির ছেলে সজিব মুন্সি, পারনান্দুয়ালির মতিয়ার রহমানের ছেলে সুমন হোসেন, ভিটাসাইর গ্রামের গোলাম রসূল বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম, খানপাড়ার আমানত কাজির ছেলে জিয়ারুল হক ও নিজনান্দুয়ালির কুশো মিয়ার ছেলে সুজন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে চোর চক্রের এসব সদস্যরা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে যা স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যবসায়ীর মাধ্যমে বিক্রি করা হয়। আর এসব ব্যবসায়ীরাই শহরের এই চোর চক্রের পৃষ্টপোষকতা দিয়ে দিয়ে আসছে। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে গতরাতে তাদের আটক করা হয়েছে।