মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা টিকার দ্বিতীয় ডোজের ৩০ হাজার অ্যাম্পুল টিকা বুধবার মাগুরায় এসে পৌঁছেছে।
দুপুরে মাগুরা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিজস্ব ফ্রিজার ভ্যানে বহন করা এসব ভ্যাক্সিন গ্রহণ করেন।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, বেক্সিমকো’র ফ্রিজার ভ্যান বৃহস্পতিবার ৩০ হাজার ডোজের ভ্যাক্সিন মাগুরায় পৌঁছে দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন বুথ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু করা হবে।