মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় সংবাদিকদের সঙ্গে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত এ কর্মশালায় মাগুরা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম পরিকল্পিত পরিবার গঠন, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহ এবং কিশোরীদের গর্ভধারণ প্রতিরোধ রোধ, নিরাপদ মাতৃত্ব ও নব জাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা দিক তুলে ধরেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আবদুস সালাম প্রধান অতিথি এবং ডাক্তার অপূর্ব কুমার মন্ডল বিশেষ অতিথি হিসেবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় ৪০ জন সাংবাদিক অংশ নেন।