মাগুরা প্রতিদিন ডটকম : দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় মাগুরা সদর উপজেলা পরিষদের ১৩ ইউনিয়নের মধ্যে হাজরাপুর, হাজিপুর এবং বগিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত ৩ প্রার্থি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা না হলেও ২৬ অক্টোবর মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ওই ৩ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে সদরের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন, সংরক্ষিত ২ জন ও সাধারণ সদস্য পদের ৩৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে হাজরাপুর ইউনিয়নে কবির হোসেন, হাজিপুর ইউনিয়নে মোজাহারুল হক আখরোট এবং বগিয়া ইউনিয়নে মীর রওনক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম।
বুধবার ১৩ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান ৪৬ জন, সংরক্ষিত ১২৭ জন ও সাধারণ সদস্য ৪১৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এতে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১ টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।