মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করে স্থানীয় শিক্ষকরা।
বেসরকারি শিক্ষক-কর্মচারিদের বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি এবং ২০ শতাংশ বৈশাখি ভাতা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তারা এই আনন্দ র্যালি বের করে।
দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখা আয়োজিত আনন্দ ৠালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক কর্মচারি অংশ নেন।
শহরের নোমানি ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সেখানেই গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।